হাবিপ্রবিসাসের ষান্মাসিক সেরা প্রতিবেদক দ্যা ডেইলি ক্যাম্পাসের রিয়া 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পুরস্কার বিতরণী অনুষ্ঠান  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির ষান্মাসিক সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিয়া রানী মোদক। বৃহস্পতিবার (১৪ মার্চ ) হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক রুবায়েত আল ফেরদৌস নোমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। 

রিয়া বর্তমানে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী।

মূলত একক মৌলিক প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা ও শব্দচয়ন এবং সাংবাদিকতায় সাংগঠনিক দক্ষতা এই তিনটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচন করা হয়। 

অনুভূতি প্রকাশ করে রিয়া বলেন, আজকের দিনটা আমার জন্য বিশেষ! নারী হিসেবে সাংবাদিকতা, এই পেশায় টিকে থাকা, সবকিছুই আমার কাছে ছিল চ্যালেঞ্জিং। আজ আমার কাজের জন্য আমাকে `সেরা প্রতিবেদক' পুরস্কার প্রদান করা হয়েছে। এই পুরস্কার আমার কাছে কেবল একটি স্বীকৃতিই নয়, বরং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।

আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এই পথ পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করেছে। এই পুরস্কার আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমি আশা করি ভবিষ্যতেও আপনাদের সমর্থন ও ভালোবাসা পাবো।

পুরস্কার দেবার বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. রুবাইয়াদ ইসলাম বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের উৎসাহ দিতে আমরা এ পুরস্কার প্রদান করছি। তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাতের হাত ধরে হাবিপ্রবিসাস মিডিয়া অ্যাওয়ার্ডের প্রচলন শুরু হয়৷ আশা করি পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। 

এছাড়াও দ্বিতীয়বারের মতো সাংবাদিক সমিতির আয়োজনে সেরা সাংগঠনিক পদক পেয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফাহিমুল্লাহ্ এবং যৌথভাবে তরুণ উদীয়মান পদক পেয়েছেন দপ্তর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম এবং কার্যনির্বাহী সদস্য রাহাত হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence