সমালোচনার মুখে ক্যাম্পাসে ইফতারের বিজ্ঞপ্তি পরিবর্তন শাবিপ্রবি প্রাশাসনের
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ১২ মার্চ ২০২৪, ০৩:২৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তি পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১২ই মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
ইফতার নিয়ে গতকাল (১১ই মার্চ) বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।
ক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইফতার পার্টি বন্ধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে একত্রে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামের একটি মৌলিক বিষয় ক্যাম্পাস থেকে তুলে দিতে চায়। যেটি সম্পূর্ণ ইসলাম বিরোধী। একজন মুসলিম হিসেবে সবার এর প্রতিবাদ করা উচিৎ। তারই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ইফতারের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে নিজের ইফতার নিয়ে আসার জন্য অনুরোধ রইল এবং যদি কারো সম্ভব না হয় তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হবে।