আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য বুয়েটের ৮১ শিক্ষার্থীকে সংবর্ধনা

বুয়েটের ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়
বুয়েটের ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়  © সংগৃহীত

আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের। দ্বিতীয়বারের মতো কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করল কর্তৃপক্ষ। ছাত্রকল্যাণ পরিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেয়ার জন্য আট জন শিক্ষকেও সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রনোদনা ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বেশি অবদান রাখতে পারে, সেজন্য পর্যায়ক্রমে এ ফান্ড আরো বাড়ানো হবে।’

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত জানা যাবে কাল

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন সংবর্ধনা প্রাপ্ত শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই বুয়েটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করবে তোমরা। তোমাদের যেসব বন্ধুরা গবেষণায় পিছিয়ে আছে, তাদেরকে এসব কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।’

ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপক মুতসুদ্দির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও পরিদপ্তরের পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence