রোবটিক্সে শিক্ষার্থীদের উৎসাহী করতে বুয়েটে রোবো কার্নিভালের আয়োজন

রোবটিক্সে শিক্ষার্থীদের উৎসাহী করতে বুয়েটে রোবো কার্নিভালের আয়োজন
রোবটিক্সে শিক্ষার্থীদের উৎসাহী করতে বুয়েটে রোবো কার্নিভালের আয়োজন  © সংগৃহীত

রোবটিক্স বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহী করতে এবং দক্ষতা প্রদর্শনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রোবটিক্স সোসাইটি আয়োজন করেছে “রোবো কার্নিভাল ২০২৪।” ১ ও ২ ফেব্রুয়ারি বুয়েটে অনুষ্ঠিত এই আয়োজনের এ বছরের প্রতিপাদ্য “ইনোভেটিভ রোবটিক্স ফর ফিউচার বাংলাদেশ।”

এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের রোবটিক্সের অত্যাধুনিক জগতের সাথে পরিচিত করে তোলা, যাতে তারা আকর্ষণীয় চ্যালেঞ্জগুলোতে তাদের মেধা ও কারিগরি দক্ষতা প্রদর্শন করতে পারে।

আগামীকাল শুক্রবার  (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বুয়েটের ইসিই ভবনের আইআইসিটির সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইনস্টিটিউট অব রোবটিক্স অ্যান্ড অটোমেশনের পরিচালক ও বুয়েট রোবটিক্স সোসাইটি এর মডারেটর অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।

গ্র্যান্ড ইভেন্টের এই পুনরাবৃত্তিতে পাঁচটি উত্তেজনাপূর্ণ বিভাগ থাকবে। অ্যারো গার্ডিয়ানস বিভাগে অংশগ্রহণকারীরা একটি অ্যাকশন-প্যাকড ইভেন্টে তাদের ড্রোন-উড়ানোর দক্ষতা প্রদর্শন করবে যেখানে ড্রোনগুলি জটিল বাধা কোর্স ভেদ করে উড়বে এবং অংশগ্রহণকারীদের নির্ভুলতার সাথে নেভিগেট করার দক্ষতা প্রদর্শন করবে। ফায়ার ফাইটিং বট বিভাগে রোবটগুলি আগুনের উৎসের দিকে পানি ছিটিয়ে আগুন নেভাবে। একইভাবে প্রতিটি বিভাগ অংশগ্রহণকারীদের রোবোটিক্সের বিভিন্ন বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের জন্য একটি গতিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করবে।


সর্বশেষ সংবাদ