মাভাবিপ্রবিতে মন্দিরের দাবিতে ভিসি কার্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের অবস্থান

৩০ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কেন্দ্রীয় উপাসনালয়ের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভাইস চ্যান্সেলর-এর কার্যালয় আবেদনপত্র জমা দিয়ে অবস্থান নিয়েছেন বিভিন্ন বিভাগের ও বিভিন্ন ব্যাচের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 

অবস্থানকালে চতুর্থ বর্ষের শিক্ষার্থীর পিয়াল সাহা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের প্রার্থনা করার মতো কোনো  উপাসনালয় নেই। এটি আমাদের প্রাণের দাবি।’

মাস্টার্সের শিক্ষার্থী সুব্রত রায় বলেন, ‘বলতে লজ্জা লাগে তারপরও বলতে হয় বিশ্ববিদ্যালয়ে পড়ি যেখানে নিজস্ব কোন মন্দির নেই, এমনো হয়েছে আগের দিন আমাদের পূজার সম্পূর্ণ প্রস্তুতি শেষ পরদিন সকালে গিয়ে ঝড়ে ভেঙে যায় আমাদের পূজা মন্ডপ। সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়। আবার নতুন করে ক্যাফেটেরিয়াতে আয়োজন করা হয়। মন্দির আমরা চাই চাই।’

শিক্ষার্থীদের আবেদন ও দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, তোমরা দরখাস্ত দাও আমরা ইউজিসিকে পাঠাই এবং বলি এখানে অনেক সনাতন শিক্ষার্থী,  এই কারণে একটা প্রার্থনালয় দরকার সেই কারণে আমাদের একটা বাজেট দেওয়া হোক। যাতে এখানে একটা প্রার্থনালয় তৈরি করতে পারি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সনাতন ধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ৫০০ জনের অধিক।

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬