শিক্ষামন্ত্রীকে নোবিপ্রবি পরিবারের অভিনন্দন

মহিবুল হাসান চৌধুরী ও নোবিপ্রবি লোগো
মহিবুল হাসান চৌধুরী ও নোবিপ্রবি লোগো  © ফাইল ছবি

নবগঠিত সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় মহিবুল হাসান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর শিক্ষামন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় মহিবুল হাসান চৌধুরীকে নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, অভিবাদন ও শুভেচ্ছা। তিনি গত ৫ বছর সফলতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও বঙ্গবন্ধুতনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার তারুণ্যদীপ্ত দক্ষ নেতৃত্বে ও বিচক্ষণ দিক-নির্দেশনায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় রূপান্তর ঘটবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence