যবিপ্রবিতে চাকরিপ্রার্থী অপহরণের ঘটনায় সত্যতা মিলেছে

৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত ৭ ডিসেম্বর লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে অপহরণের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। 

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ বিষয়ে তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হয়।  তদন্ত কমিটি আট জন শিক্ষার্থীর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘তদন্ত কমিটি অপহরণের ঘটনায় আটজন শিক্ষার্থী সরাসরি জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে। রিজেন্ট বোর্ডের সভায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।’ এ ছাড়া জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করবেন বলে জানান তিনি।

জানা গেছে, শহীদ মসিয়ূর রহমান হল থেকে সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের বিষয়ে হল প্রশাসনের উদাসীনতা রয়েছে মর্মে রিজেন্ট বোর্ডের সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখার অভিযোগ উঠে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে। এছাড়া অপহরণ হওয়া একজন ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?
  • ২৬ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬