যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আলোচনায় যারা

১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM

© লোগো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র (যবিপ্রবিশিস) ২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার ড. মো. হাফিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া শিক্ষক সমিতির এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগাার।

সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল-ইমরান।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. মো. আমজাদ হোসেন এবং জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। দুজনেই পূর্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে কেমিকৌশল (সিএইচই) বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজেশ কুমার চন্দ ও এনএফটি বিভাগের তানভীর আহম্মেদ, কোষাধ্যক্ষ পদে ফার্মেসী বিভাগের মো. রশিদুর রহমান ও এআইএস বিভাগের ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফার্মেসী বিভাগের কিশোর কুমার সরকার ও গণিত বিভাগের ফি ফয়সাল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও পাঁচজন সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার চঞ্চল মোল্যা, ইএসটি বিভাগের অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন, সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নূয়েরী ইসলাম, পিইএসএস লেকচারার মো. আরমান গাজী ও নার্সিং এন্ড হেল্থ সাইন্স বিভাগের লেকচারার অঞ্জন কুমার রায়।

সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬