পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে খালেদ-সায়েম

১১ নভেম্বর ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
খালেদ-সায়েম

খালেদ-সায়েম © সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নিউট্রশিন ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার(১০ নভেম্বর) নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সভা কক্ষে সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষনা দেন নিউট্রিশন ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মো. খালেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. এহসানুল হক সায়েম মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সৌরভ চন্দ্র দেবনাথ, মাহমুদুল হাসান জুয়েল, মো. সিরাজুস সাবেরিন, সজীব সরদার ও সানজিদা ইসলাম উষা। যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদাত জামান বিধান, নুশরাত মেহজাবিন, মো. নাহিদুত জামান আরাফ, মো. শাওন ও ওয়াজিহাতুন নেছা চৌধুরী। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.আসাদুজ্জামান, মাজহারুল ইসলাম, মো. রুহুল আমিন, সুগন্ধি, ইসরাত জাহান শিফা, মো. মাহমুদুর রহমান, মাহমুদুল হাসান ও মো. ফয়সাল বারী। 

আরও পড়ুন: এবার ইন্টারনেট প্যাকেজের দাম কমাল জিপি-রবি-বাংলালিংক

এছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজার মো. তুহিন হোসেন সোমন। জুনিয়র এইচআরএম মো. আজমির হোসেন খান ও আসিক শাহরিয়া। অর্থ সম্পাদক মো. রিয়াজ উল ইসলাম। উপ-অর্থ সম্পাদক ফজলে রাব্বি, মো. রাকিবুল ইসলাম ও আবদুল্লাহ আল নাহিদ। দপ্তর সম্পাদক মো. ওয়াহিদুর রহমান শাকিব। উপ-দপ্তর সম্পাদক জান্নাতুন নাঈম, এমডি শাহরিয়া কবির ও আহমেদ হামিম। প্রকাশনা সসম্পাদক মো. মারুফুর রহমান সিয়াম। সহকারী প্রকাশনা সম্পাদক মো. রেদওয়ান উল্লাহ, মো. শামিম সিকদার ও মুস্তারিন স্নিগ্ধা। কার্যনির্বাহী সদস্য ফয়াজ মোর্শেদ খান জিলান, তাসফিয়া তাহসিন বুশরা, মো. রওনক জামান রাফসান, আরাফাত ইসলাম সুপ্ত, মো. শিহাব হাসান ও সাদিয়া তাসনিম নিশাত। 

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘ইন্টারন্যাশনাল’ নয়, আইসিসি হলো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসিএতে সভা চলছে
  • ২৭ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬