মাভাবিপ্রবির অধিভুক্ত সমস্যা ও সম্ভাবনার নতুন ভেটেরিনারি অনুষদ

০১ নভেম্বর ২০২৩, ০৯:৪০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
মাভাবিপ্রবির নতুন অধিভুক্ত ভেটেরিনারি অনুষদ

মাভাবিপ্রবির নতুন অধিভুক্ত ভেটেরিনারি অনুষদ © টিডিসি ফটো

বাইরে পরিপাটি। রাজকীয় সদর দরজা এবং পরিপূর্ণ অবকাঠামো থাকা সত্ত্বেও একাডেমিক বিভিন্ন সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ (বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অধিভুক্ত)। 

এতোদিন প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত কলেজটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত দুটি ব্যাচে অধ্যয়নরত প্রায় ১০০ জন শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানটিতে নেই পর্যাপ্ত শিক্ষক-কর্মচারী। শিক্ষক আছেন মাত্র ১১ জন। যাদের অধিকাংশই প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। নেই কোন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের আউটসোর্সিং থেকে ৩৬ জন কর্মচারী নিয়োজিত আছেন। 

শিক্ষক সংকটের কারণে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও ভর্তি করানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তীব্র সেশনজটসহ নানা ধরনের সমস্যায় আচ্ছন্ন এ অনুষদ। 

395620960_177680772065394_7842827086559228473_n

সেই সঙ্গে প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়েও। বিশ্বমানের ডিভিএম গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে হাতে কলমে শিক্ষার জন্য ল্যাবগুলোতে আনা অতি দামি কেমিক্যালগুলো ব্যবহারে দক্ষ জনবলের অভাবে মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই যার সবগুলোর মোড়কই খোলা হয়নি। ফলস্রুতিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে টানা আন্দোলন করে। এতে তৈরি হয় সেশন জট।

প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছর কলেজটিকে মাভাবিপ্রবির অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ক্যাম্পাসটি পরিচালনা করতে বাজেট ঘাটতি রয়েছে। এছাড়া বেশিরভাগ শিক্ষক বিভিন্ন ভেটেরিনারি কর্মকর্তা। উপযুক্ত শিক্ষক রেখে আরও শিক্ষক বাড়াতে হবে। একে বিশ্ববিদ্যায়ে পরিণত করতে সরকারি পদক্ষেপ জরুরি— অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপাচার্য, মাভাবিপ্রবি

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের দীর্ঘ আন্দেলনের পর শিক্ষার মান বৃদ্ধি ও সমস্যাগুলো নিরসনে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কলেজটিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সায়েন্স অনুষদ হিসেবে অধিভুক্ত করে সরকার। ফলে কলেজটি বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাস নামে পরিচিতি পাচ্ছে। ইতোমধ্যে মাভাবিপ্রবি প্রশাসন এই অধিভুক্ত অনুষদটিতে তাদের একাডেমিক কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছে।

396715770_177680962065375_6528440252976030603_n

সোমবার মাভাবিপ্রবি উপাচার্য সিরাজগঞ্জ ক্যাম্পাসটি পরিদর্শনে যান

ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল সায়েন্স অনুষদের ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল হাজব্রেন্ডি বিভাগের পরীক্ষা কার্যক্রমও  শুরু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ ক্যাম্পাসে লেভেল-১ এর ফান্ডামেন্টাল নিউট্রিশান ও লেভেল-২ এর ইমব্রায়োলজি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। 

এসময় সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রহিম, মাভাবিপ্রবির অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক ড. রোকেয়া বেগম, অধ্যাপক ড. আজিজুল হকসহ সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, ২০২২ সালের জুলাই মাসের ২০ তারিখের পরিক্ষা নেয়া হচ্ছে ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে। ফলে সেশন জটে পড়েছে তারা। এই সমস্যা সমাধানে ৬মাসের পরিবর্তে ৪ মাসে সেমিস্টার করারও দাবি তোলে শিক্ষার্থীরা। এছাড়াও খেলার মাঠ অনুপোযোগী, বিশুদ্ধ পানির স্বল্পতা, স্বাস্থসেবা সমস্যা বৈদ্যুতিক নানা সমস্যা ও পাঠাগারে বইয়ের স্বল্পতা নিরসনের দাবি তাদের। 

প্রথমবর্ষের শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন, এই অনুষদের মেডিকেল সেন্টারে কোনো ডাক্তার নেই। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাকে দূরের কোনো হাসপাতালে নিয়ে যেতে হয়। আবার মেডিকেল সেন্টারের কোনো অ্যাম্বুলেন্সও নেই। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নেই কোনো বাসের ব্যাবস্থাও। এখানে এনিমেল সেড থাকলেও শিক্ষা ও গবেষণার জন্য পর্যাপ্ত প্রাণি নেই। এই সমস্যাগুলো নিরসনসহ তীব্র সেশনজট কমিয়ে আনতে উপাচার্যের নিকট অনুরোধ করছি।

396723184_177680975398707_2813506480329817003_n

ভেটেরিনারি কলেজের ছাত্র কল্যাণ পরিষদের ভিপি মাইনুদ্দিন রিয়াদ বলেন, ২০২২ সাল থেকে ভেটেরিনারি কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। গত ১১ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির নির্দেশ দেন। ২৭ জানুয়ারি একাডেমিক কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মাভাবিপ্রবি অধিভুক্ত অনুষদ সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রহিম জানান, কলেজের যেসকল সমস্যা ছিল সেগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

মাভাবিপ্রবির অনুষদ হিসেবে অধিভুক্ত এই প্রতিষ্ঠানটির সমস্যা নিরসন এবং আগামীর কার্যক্রমের বিষয়ে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজটি মন্ত্রনালয়ের অধীনে ছিলো। গত ১১ জানুয়ারি ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির নির্দেশ দেন। এরপর থেকে একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করছে।

তিনি আরো বলেন, এই ক্যাম্পাসটি পরিচালনা করতে বাজেট ঘাটতি রয়েছে। এছাড়া বেশিরভাগ শিক্ষক বিভিন্ন ভেটেরিনারি কর্মকর্তা। উপযুক্ত শিক্ষক রেখে আরও শিক্ষক বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত করতে সরকারি পদক্ষেপ জরুরি।

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9