কুয়েট ছাত্রলীগ সভাপতির ফোনালাপ ফাঁস

‘এক কোটি টাকা লাগলেও দেব, কমিটি আমার লাগবে’

নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহ
নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহ  © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি গঠনের আগে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। আর্থিক লেনদেন নিয়ে নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রুদ্রনীল সিংহ ওই কথোপকথনকে ‘গায়েবি অডিও রেকর্ড’ বলে দাবি করেছেন।

১৩ মিনিট ৪৩ সেকেন্ডের ওই কথোপকথনে স্থানীয় রাজনীতি, কুয়েট প্রশাসন, রাজনীতিবিদ, কুয়েটে ছাত্রলীগের প্রভাবসহ নানা বিষয় উঠে এসেছে। 

কথোপকথনে রুদ্রনীলের কণ্ঠসদৃশ ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘কমিটি হইলে এই মাসে হবে, না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে হবে। কেন্দ্রই করে দেবে, সম্মেলন-টম্মেলন কিচ্ছু হবে না। সবাই যে যার মতো দৌড়াচ্ছে।’ এরপর তিনি বলেন, ‘চাচি (শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী) ইন্ডিয়া ছিল, দেশে ফিরেছে। চাচি দুজনের নাম দিয়েছে। চাচিরে তো চেনেন, সে একবার নাম দিলে (কেন্দ্রীয় কমিটি) আর বদলায় না।’

সভাপতির কণ্ঠসদৃশ ওই ব্যক্তি বলেন, ‘এখন আপাতত ৫০ হাজার টাকা দেন। আর যেদিন কমিটি সাইন হবে, তার এক–দুই দিন আগে বড় একটা অ্যামাউন্টের টাকা লাগবে। ধরেন আমার কাছে কিছু আছে। আরও কিছু যদি লাগে, সেডা আপনারে বললাম। চেক দিল, আপনি দিয়ে দিলেন।’

অপর প্রান্তের ব্যক্তি তখন বলেন, ‘আপনার দিক দিয়ে কি ক্লিয়ার আছে?’ উত্তরে রুদ্রনীলের কণ্ঠসদৃশ ব্যক্তি বলেন, ‘আমি অতি আত্মবিশ্বাসী হব না, তবে যতটুকু দরকার…।’ কত টাকা লাগতে পারে এমন প্রশ্নে রুদ্রনীলের কণ্ঠসদৃশ ব্যক্তি বলেন, ‘ভাই, যদি এক কোটি টাকা লাগে, আমি এক কোটি টাকা দেব। কমিটি আমার লাগবে। …যা লাগবে তা–ই দেব, তবে কমিটি লাগবে।’ টাকার পরিমাণ শুনে ফোনের অপর প্রান্তের ব্যক্তি অবাক হলে তিনি বলেন, ‘এটা কথার কথা।’

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের আগেই অনুমোদন-জালিয়াতি, ২৮ বছর পর মামলা

এ বিষয়ে রুদ্রনীল সিংহ বলেন, ‘ওই কথোপকথন আমার সঙ্গে না। ওটা একটা ভিত্তিহীন ও গায়েবি অভিযোগ। টেম্পারিং করে বানানো।’

১০ অক্টোবর কুয়েটে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। কমিটিতে সভাপতি করা হয়েছে রুদ্রনীল সিংহকে। এ ছাড়া তরিকুল ইসলামকে সহসভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বিকে যুগ্ম সাধারণ সম্পাদক, রাগীব আহসান ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুদ্রনীল সিংহ যন্ত্রকৌশল বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী। একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে তিনি অনিয়মিত শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন। ২০২১ সালে কুয়েটে লালন শাহ হলের সাবেক প্রাধ্যক্ষ মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি যে ৪৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়, তাঁদের মধ্যে সভাপতি রুদ্রনীল সিংহও ছিলেন। তবে উচ্চ আদালত ওই শাস্তি স্থগিত করেন।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence