রাজনীতি ছাত্রদেরকে পড়ালেখা থেকে বিমুখ করে: যবিপ্রবি উপাচার্য

  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টি সম্পূর্ন রাজনীতিমুক্ত। এখানে যদি রাজনীতি ঢুকে তাহলে আমারা যে স্বপ্ন দেখেছিলাম সেটা আর বাস্তবায়ন হবে না।রাজনীতি ছাত্রদেরকে পড়ালেখা থেকে বিমুখ করে দিবে। শনিবার (৭ অক্টোবর) ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩’ এর ঝিনাইদহ ক্যাম্পাসে এ অলিম্পিয়াডের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, এই ফ্যাকাল্টি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ভাবে তৈরি করতে হবে। যদি এখানে কখনো রাজনীতি ঢুকতে হয় সেটা আমার সিদ্ধান্তের মাধ্যমে ঢুকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের রক্তের, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের, বঙ্গবন্ধুর রক্তের, বঙ্গমাতার রক্তের ঋণ শোধ করতে হলে তোমাদের ভালো ডাক্তার হবে। তুমি ভালো ডাক্তার হলে দেশকে যা দিতে পারবে মিছিল করলে তা দিতে পারবে না। 

ডাঃ এ এস এম আতিকুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আতাউর রহমান ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহফুজুল বারী।

আরও পড়ুন: খেলাধুলার চেয়ে ধান চাষে বেশি উপযোগী ববির খেলার মাঠ

ইউএসএইড-এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (এনভিডিসি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বাছাইপর্বে অংশ নেয় যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩২ টি দল।যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩২ টি দল থেকে বাছাই পর্ব শেষে প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে 'দ্য অ্যাটলাস' দল।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. এম এ জলিল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম ও ৫ম ব্যাচের ইশরাত জাহান। এই অলিম্পিয়াডে যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে প্রতিটি টিমে ৫ জন করে মোট ৩২ টি টিম অংশগ্রহণ করে। এ বছর ১৪ টি ভেটেরিনারি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এর আগে গত বছর প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছিলো ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড - ২০২২’। প্রাথমিক পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ১৬৬ টি দল অংশগ্রহণ করলেও ফাইনাল রাউন্ডে প্রতি বিশ্ববিদ্যালয় থেকে একটি করে ১২টি দল ফাইনাল রাউন্ডে লড়াইয়ের সুযোগ পায়। এর মধ্যে শ্রেষ্ঠ দলের মর্যাদা লাভ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘সুপারবাগস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence