ট্রাকের ধাক্কায় হাবিপ্রবির আহত নেপালী ছাত্র আইসিইউতে

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ধাক্কায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিদেশি দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ (শনিবার) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। শহর থেকে অটো রিক্সায় করে ক্যাম্পাসে ফেরার সময় সামনে থেকে একটি ট্রাক ধাক্কায় দিলে এ ঘটনা ঘটে। 

আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মকবুল আলম এবং ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী। এরমধ্যে মকবুলকে আইসিইউতে নেওয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বর্তমানে তারা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশীদ। 

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, আহত নেপালী শিক্ষার্থী মকবুলের সিটি স্ক্যান করানো হচ্ছে। এরপর তাকে আইসিইউতে নেওয়া হবে। অপর শিক্ষার্থী কপিল গাসীর মাথায় সেলাই দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেবকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং চিকিৎসকরাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করছে।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬