জবি ছাত্রী খাদিজার মুক্তি দাবিতে যবিপ্রবিতে মশাল প্রজ্জ্বলন

জবি ছাত্রী খাদিজার মুক্তি দাবিতে যবিপ্রবিতে মশাল প্রজ্জ্বলন
জবি ছাত্রী খাদিজার মুক্তি দাবিতে যবিপ্রবিতে মশাল প্রজ্জ্বলন  © টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বছর ধরে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে মশাল প্রজ্জ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। এসময় তারা রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।

রবিবার (২৭ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা ‘‘Free Khadija, freedom of expression, 365 days of injustice’’, ‘‘গণমাধ্যমের স্বাধীনতা চাই’’ ইত্যাদি স্লোগান প্ল্যাকার্ডে লিখে কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থাকেন্দ্রিক খাদিজার করা প্রশ্নগুলো কোনো অপরাধ হতে পারে না।

তারা অভিযোগ করে বলেন, এই রাষ্ট্রের নাগরিকদের কথা বলার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, জবাবদিহিতা চাওয়ার স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা খাদিজাতুল কুবরার মুক্তি চাই।

আরও পড়ুন: খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিতার্কিক খাদিজাতুল কুবরা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ৩৬৫ দিন যাবৎ কারাগারে আটক আছেন। কিডনিতে পাথরসহ নানারকম শারীরিক উপসর্গে আক্রান্ত থাকার পরও বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে।

পাশাপাশি তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা না করে, এমনকি মামলার রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য নির্দিষ্ট কনডেম সেলে খাদিজাকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence