বৃষ্টিবাদলে যবিপ্রবি শিক্ষার্থীদের বহনকারী বাসেও মেলতে হয় ছাতা

০৭ আগস্ট ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
শিক্ষার্থীদের বহনকারী বাসে মেলতে হয় ছাতা

শিক্ষার্থীদের বহনকারী বাসে মেলতে হয় ছাতা © টিডিসি ছবি

গত কয়েকদিন ধরে চট্রগ্রামসহ দেশের অধিকাংশ স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে অনেকে ভোগান্তিতে পড়লেও কেউ কেউ করছেন বৃষ্টি বিলাশ। এমনই এক বৃষ্টি বিলাশের সুযোগ করে দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।

এক ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ নামের শিক্ষার্থীদের যাত্রীবাহী বাসের ছাদ থেকে টপ টপ করে পড়ছে বৃষ্টির পানি। আর সেই বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে বাসের মধ্যে শিক্ষার্থীরা ছাতা মেলে ধরেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে জানলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় দত্ত বলেন বলেন, আজকে শহর থেকে আসার সময় শাপলা বাসে উঠি। উঠে দেখি বাসের অবস্থা খুবই খারাপ। ভাঙ্গা ছাদের জন্য বাসের সেলিং দিয়ে পানি পড়তেছে। একটা অংশের পুরো সেলিং নস্ট। টপ টপ করে পানি পড়ছিলো। পানির জন্য এক সাইডের সিট সবগুলা ভিজে ছিল যার কারণে কেউ ঠিকমতো বসে আসতে পারে নাই। অনেকেই দাড়িয়ে আসছে। অনেকেই বাসের মধ্যে পানি থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা শুরু করে।

সাদ্রিতা সরকার শশী নামের একজন শিক্ষার্থী লিখেছেন, বাসে যে পরিমাণ ভিজেছি, রাস্তায় দাড়িয়েও এত ভিজি নাই। আখি আকতার নামের আরেকজন শিক্ষার্থী লিখেছেন, সভ্যভাবে বৃষ্টি বিলাসের সুযোগ করে দিয়েছে (বিশ্ববিদ্যালয় প্রশাসন)। রাস্তায় দাড়িয়ে ভিজলে কেমন অসভ্য দেখাবে না?

এ বিষয়ে শাপলা বাসের চালকবলেন, অনেক বার প্রশাসন কে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এই বাস রাতে চলাচলের জন্য উপযুক্ত না। হেড লাইট নষ্ট, অনেক আগে থেকে বাসের ফ্যান গুলোও নষ্ট। তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কিছু করবে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage