অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি বুয়েট শিক্ষার্থীদের

০১ আগস্ট ২০২৩, ০৮:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে আটক হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বরাবরের মতো বুয়েটে ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান জানিয়েছেন শিক্ষার্থীরা।

এতে বলা হয়, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বুয়েটে সকল প্রকার লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। সকল শিক্ষার্থী ক্যাম্পাসের এই নিরাপদ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা সকল প্রকার ছাত্রভিত্তিক রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বুয়েটে যাতে পরিচালনা করতে না পারে, সেই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ও সদা তৎপর।

এতে আরও বলা হয়, গত ৩১ জুলাই তারিখে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নাম উঠে আসে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তারা যদি দোষী সাব্যস্ত হয় এবং প্রমাণিত হয়, যে তারা এ মৌলবাদী কার্যক্রমে জড়িত ছিল, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যে ১৯ ব্যাচের পক্ষ হতে জোর দাবি জানাচ্ছি।

‌তবে এমন শাস্তি প্রদানের পূর্বে ২টি বিষয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সেগুলো হলো- তাদের বিরুদ্ধে যেই নাশকতার অভিযোগ আনা হয়েছে, তারা সঠিকভাবে কি নাশকতার পরিকল্পনা করছিল, এই ব্যাপারে আইনরক্ষাকারী সংস্থাকে পূর্ণ বিবৃতি দিতে হবে এবং তাদের নামের সঙ্গে শিবিরের সংযুক্তির পক্ষে উপযুক্ত প্রমাণ ছাত্রদের সামনে আনতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বুয়েটে যেকোনো মৌলবাদ এবং লেজুড়বৃত্তিক রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে ১৯ ব্যাচ কাজ করতে বদ্ধপরিকর। আমরা বুয়েটে এমন কোনো পরিবেশ চাই না, যাতে করে বর্তমানে বিরাজমান শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয়।

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage