এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে

২৩ জুলাই ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ার প্লান্ট) এবং এয়ারক্রাফট মেইনটেনান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়োনিক্স) বিষয়ের উপর একাডেমিক প্রোগ্রাম চালু করেছে। 

আজ রবিবার লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। 

তিনি আরও ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সময়োপযোগী এ সমস্ত প্রোগ্রাম চালু করা সম্ভব হয়েছে। যার ফলে দেশে ও দেশের বাইরে অ্যাভিয়েশন সেক্টরে বিদ্যমান দক্ষ জনবল সংকট অনেকাংশে পূরণ করা সক্ষম হবে। লালমনিরহাটকে ভবিষ্যৎ অ্যাভিয়েশন সিটিতে রুপান্তরের লক্ষ্যে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথাও তিনি পুনব্যক্ত করেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাকে জীবন থেকে আলাদা করা যাবেনা। আগামী দিনে উন্নত শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সচেষ্ট থাকতে হবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ জনের কারাদণ্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, মাদ্রাসাছাত্রীসহ নিহত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পাওয়ার আবেদন কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি— কোন প্রতিষ্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage