৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি— কোন প্রতিষ্ঠানে কতজন নিয়োগ পেলেন?

২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শূন্যপদে শিক্ষক নিয়োগে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬–এর আওতায় মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিবন্ধনধারী প্রার্থীদের আবেদন অনুযায়ী মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এই সুপারিশ সম্পন্ন হয়। 

বুধবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে।

এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই নিয়োগ সুপারিশ দেওয়া হয়। এতে বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছে-

— স্কুল ও কলেজ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি): ৫,৭৪২ জন
— মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান: ৪,২৫৫ জন
— কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান: ৩৫৪ জন
— কারিগরি + মাউশি (সংযুক্তি প্রতিষ্ঠান): ১,১৫৫ জন
— মাদ্রাসা + কারিগরি (সংযুক্তি প্রতিষ্ঠান): ২০৭ জন

সব মিলিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি খাতে মোট ১১,৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিধিমালার আলোকে সম্পূর্ণ স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ায় এই সুপারিশ হওয়ায় নিয়োগ ব্যবস্থায় জবাবদিহি ও নিরপেক্ষতা আরও জোরদার হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে।

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাঁবিপ্রবিতে প্রভাষক হলেন বিভাগীয় প্রধান, আইন লঙ্ঘনের অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছে যে ভুলে চূড়ান্ত ভর্তির সুযোগ হারাতে পারেন পরীক্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহকে সবচেয়ে জেনুইন এবং সাহসী মনে হয়েছে: সালম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কব্জির জোরে দুই যুগ ধরে ভাড়া আদায় করছে চসিকের সাবেক মেয়র রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ক্ষমতায় গেলে ১ মাসের মধ্যে হাদী হত্যার বিচার করবে এগারো দল…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage