নেত্রকোনায় নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ জনের কারাদণ্ড

২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৮ PM
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে রাতের আঁধারে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর এলাকার সাতমাধলাই নদীর পাড়ে এক্সকাভেট দিয়ে মাটি কাটার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইসমাইল হোসাইন (১৯), টাঙ্গাইল সদর উপজেলার মো. রাজু প্রামানিক (১৮) ও কিশোরগঞ্জ জেলা সদরের দ্বীন ইসলাম (৩০)।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামজীবনপুর এলাকায় সাতমাধলাই নদীর পাড়ের মাটি এক্সকাভেট দিয়ে কেটে বিক্রি করছিল একটি চক্র। গোপন খবরে মঙ্গলবার  রাতে সেখানে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ঘটনাস্থলে গিয়ে এক্সকাভেট দিয়ে মাটি কাটারত অবস্থায় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভ্যাকুটিও জব্দ করা হয়। তবে পরিস্থিতি টের পেয়ে স্থানীয় চক্রের লোকজন গা-ঢাকা দেয়।

স্থানীয়রা জানায়, আটক ব্যক্তিরা ভ্যাকুর চালক ও সহকারী। স্থানীয় একটি মাটিখেকো চক্র তাদের ভাড়ায় এনে এ কাজে ব্যবহার করে। মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে খাস জমি, কৃষি জমি বা নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম বলেন, আজ সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাঁবিপ্রবিতে প্রভাষক হলেন বিভাগীয় প্রধান, আইন লঙ্ঘনের অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছে যে ভুলে চূড়ান্ত ভর্তির সুযোগ হারাতে পারেন পরীক্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহকে সবচেয়ে জেনুইন এবং সাহসী মনে হয়েছে: সালম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage