উনিশ রিকশা চালককে “স্বপ্নোত্থানের” রেইনকোট উপহার

১৯ জুলাই ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রিকশা চালকদের হাতে রেইনকোট তুলে দেন সংগঠনের সদস্যরা

রিকশা চালকদের হাতে রেইনকোট তুলে দেন সংগঠনের সদস্যরা © টিডিসি ফটো

সিলেট অনেক বেশি বৃষ্টি প্রবণ এলাকা হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের রিকশা চালকদের প্রায়ই বৃষ্টিতে ভিজে রিকশা চালাতে হয়। এই কষ্ট লাঘবের উদ্দেশ্যে ক্যাম্পাসের অভ্যন্তরের রিকশা চালকদের রেইনকোট উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ রেইনকোট বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনটির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান। এসময় ১৯জন রিকশা চালককে রেইনকোট উপহার দেয়া হয়। 

রেইনকোট পেয়ে উচ্ছ্বাসিত রিকশা চালক সাবের আলী বলেন, অতিরিক্ত বৃষ্টির দিনে আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হয়। ভেজা শরীর নিয়ে সারাদিন রিকশা চালাতে হয়। স্বপ্নোত্থানের কাছ থেকে রেইনকোট পেয়ে আমরা অনেক আনন্দিত। এমন উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ। 

আরও পড়ুন: রাবিতে প্রথম বর্ষ ভর্তি ১ আগস্ট, ক্লাস শুরু ২৫ সেপ্টেম্বর

স্বপ্নোত্থানের সহ-সভাপতি সারাবান তাহুরা বর্ষা বলেন, অনেক সময় ক্যাম্পাসে অটো পাওয়া না গেলে এই রিকশাগুলোই আমাদের একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের অঞ্চল গুলোর মধ্যে সিলেট অন্যতম। এই বৃষ্টিতে ভিজে অনেক রিকশাওয়ালা অসুস্থ হয়ে পড়েন। তাতে তাদের জীবিকা নির্বাহের বিঘ্ন ঘটে। বৃষ্টিতে যেন তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা না হয় তাই স্বপ্নোত্থান তাদের জন্য রেইনকোটের ব্যবস্থা করছে। এই আয়োজন তাদের জন্য সহায়ক হবে বলে স্বপ্নোত্থান আশাবাদী।

প্রসঙ্গত, শাবিপ্রবি ক্যাম্পাসে অনেকেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেকসময় বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে দিনভর ছুটতে হয় তাদের। এতে বৃষ্টি থেকে রক্ষার্থে ছোট ছোট পলিথিন ব্যবহার করেন তারা, যা বৃষ্টির পানি প্রতিরোধে পর্যাপ্ত নয়। বৃষ্টিতে ভেজার কারণে বিভিন্ন সময় তারা অসুস্থও হয়ে পড়েন। তাই তাদের জীবিকার পথ সুগম করতে স্বপ্নোত্থান আয়োজন করে 'স্বপ্নের বর্ষাতি'।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage