ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানে ডিজাইন শেখায় ‘আর্কিটেকচার’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
স্থপতির কাজ ইঞ্জিনিয়ারিং নয়; স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অনুযায়ী স্থাপনার ডিজাইন তৈরি করা। ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে নিজের সৃজনশীলতা জুড়ে দিয়ে ডিজাইন করে স্থপতিরা। আর্কিটেকচার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বেশ কয়েকটি সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই বিভাগের গ্র্যাজুয়েটদের মতে, আর্কিটেকচার পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না; আর্কিটেক্টই তাদের স্বতন্ত্র পরিচয়।
তাদের ভাষ্য মতে, ডিজাইন করা ইঞ্জিনিয়ারদের কাজ নয়। সাধারণ মানুষের এই ধারণাটি ভুল। একটি স্থাপনার ডিজাইন করে আর্কিটেক্টরা। তাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সাধারণ বিষয়াদি শেখানো হয়। এই জ্ঞানের সাথে নিজের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে তারা একটি স্থাপনার মডেল সৃষ্টি করা তৈরী করেন।
আরো পড়ুনঃ গ্রুপ স্টাডিই সফলতার মূলমন্ত্র প্রথম শিক্ষক হওয়া ববি ছাত্রী ফাহিমার
এই বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারের ফাংশন, ফাংশনাল এরেঞ্জমেন্ট, স্পেস কোয়ালিটি, স্পেস এরেঞ্জমেন্ট, ওরিয়েন্টেশন ইত্যাদি বিষয়ে নিয়ে পড়ানো হয়। এই বিভাগের শিক্ষার্থীদের স্থাপত্য ডিজাইন, পরিবেশ এবং ডিজাইন, শিল্প ও ইতিহাস, নগর পরিকল্পনা এবং ডিজাইন, ল্যান্ডস্কেপ, জলবায়ু এবং ডিজাইন, গণনামূলক স্থাপত্য, মানব বসতি এবং আবাসন, সংরক্ষণ, প্রকল্প ব্যবস্থাপনা, বিল্ডিং প্রযুক্তি ইত্যাদি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
স্থাপত্য অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশন গুলোতে আর্কিটেক্টদের চাকুরীর সুযোগ রয়েছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীতেও আর্কিটেক্টদের চাকুরীর সুযোগ আছে। বেসরকারী বিভিন্ন ডেভেলপারস, আর্কিটেক্ট ফার্মসমূহেও চাকুরীর সুযোগ আছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক এবং এনজিওতে আর্কিটেক্টরা চাকুরীর সুযোগ পান। অন্য চাকুরীর পাশাপাশি আর্কিটেক্টরা চাইলে নিজেও কন্সাল্টিং বা ডিজাইনিং ফার্ম খেুলতে পারেন।
আর্কিটেক্টদের মতে, মানুষ এই বিভাগকে চারুকলা মনে করে; আসলে তা নয়। ভালো অঙ্কন জানলেই আর্কিটেকচারে ভালো করা যায়না। তবে এটা কিছুটা সহায়ক হতে পারে। কোনো স্থাপনা ডিজাইন করা শুধু বাইরের আকার আকৃতি সুন্দর করা নয়। সেই স্থাপনার কাজ, চারপাশের পরিবেশ, আবহাওয়া, স্থানীয় সংস্কৃতি ছাড়াও আরো অনেক দিক বিবেচনা করে পুরো নকশা প্রণয়ন করাই আর্কিটেকক্ট এর কাজ। অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিষয় সমূহ চেয়ে এটি কঠিন নয়; তবে এই বিভাগের শিক্ষার্থীদের অধিক সময়, ও শ্রম দেয়ার মানসিকতা থাকতে হয় এবং সৃজনশীল হতে হয়।