নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-ফাহিম

৩০ মে ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নোবিপ্রবিসাসের সভাপতি ফারহান ও সাধারণ সম্পাদক ফাহিম

নোবিপ্রবিসাসের সভাপতি ফারহান ও সাধারণ সম্পাদক ফাহিম © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদের ২০২৩  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেয়ার বিজ পত্রিকার আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের এস আহমেদ ফাহিম। 

মঙ্গলবার  (৩০ মে) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম  এবং ফলিত রসায়ন  ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মোঃ আবদুস সামাদ আজাদ। 

ভোটগ্রহন চলাকালীন নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল হোসেন সুমন। 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি  সাবিহা তাসমীম, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি  নুমান রাশেদ, দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলাকাগজের প্রতিনিধি রিয়াদুল ইসলাম।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হোসাইন, ই- নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।

উল্লেখ্য,  দুপুর ২টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage