মধ্যরাতে হল থেকে বেরিয়ে আন্দোলনে নোবিপ্রবি ছাত্রীরা

মধ্যরাতে আন্দোলন করেছেন নোবিপ্রবি ছাত্রীরা
মধ্যরাতে আন্দোলন করেছেন নোবিপ্রবি ছাত্রীরা  © সংগৃহীত

মধ্যরাতে হল থেকে বেরিয়ে আন্দোলন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুটি হলের ছাত্রীরা। জেনারেটর সুবিধা দেওয়ার দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে।

জানা গেছে, সোমবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে আন্দোলন করেন ছাত্রীরা। হলের বাইরে এসে তারা বিশ্ববিদ্যালয়ের জেনারেটরের কক্ষ অবরুদ্ধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রক্টরিয়াল বডি ও হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। প্রশাসনের আশ্বাসে হলে ফেরেন আন্দোলনরত ছাত্রীরা।

শিক্ষার্থী ইসরাত জাহান তিন্নি বলেন, মেয়েদের হলগুলোয় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এসব রুটিন করেই হচ্ছে। মেয়েরা রাস্তায় নামার পরে লিখিত আবেদন চেয়েছেন শিক্ষকেরা।

অপর এক শিক্ষার্থী বলেন, মেয়েদের হলে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর সুবিধা কম দেওয়া হয়। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে বসে থাকতে হয় ছাত্রীদের। অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকে। তারা পড়াশোনা করতে পারেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ইকবাল হোসাইন সুমন বলেছেন, দাবির বিষয়ে শিক্ষার্থীদের লিখিত আবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি সভায় উত্থাপন করা হবে বলেন তিনি।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই নোয়াখালীতে তীব্র লোডশেডিং চলছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় জেনারেটর সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হিমশিম খাচ্ছে। এরইমধ্যে গত শনিবারও আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ