তিন দিনেও খোঁজ মেলেনি পবিপ্রবির সিফাতুলের

১৯ মে ২০২৩, ০৮:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সিফাতুল হক

সিফাতুল হক © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিফাতুল হক (২৩) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিন দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তার। নিখোঁজ সিফাতুলের দ্রুত সন্ধান চেয়েছে তার পরিবার।

এর আগে গত মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে বাইরে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন সিফাতুল হক। রুমমেট ও সহপাঠীরা গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে ও বাইরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে হল কর্তৃপক্ষকে এবং নিখোঁজ সিফাতুল হকের স্বজনদের জানান।

সিফাত উল হক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

আরও পড়ুন: পরীক্ষার আগের দিন রাতে নিখোঁজ পবিপ্রবি ছাত্র সিফাত

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বুধবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, শিক্ষার্থী সিফাতুল হকের নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়া মাত্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। পুলিশ তাকে খুঁজছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদ হাসান বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা আমাকে সিফাতের ঘটনাটি জানায়। আমি দ্রুত হলে গিয়ে খোঁজ-খবর নিয়ে ওর বাসায় সংবাদ দেই এবং ক্যাম্পাস প্রশাসনকে অবহিত করি, একইসাথে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage