বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ

০১ এপ্রিল ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান মুগ্ধ।

শুক্রবার (৩১ মার্চ) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তাছলিম আহম্মদ, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন ও ইংরেজি বিভাগের প্রভাষক মঈনুল ইসলাম শাওন। 

নবনির্বাচিত সভাপতি অনিক চৌধুরী তপু বলেন, "আমাকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। বিতর্কের উন্নতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সেইসাথে বিতর্ক চর্চার সাহায্যে যুক্তিবাদী মানুষ গড়ে তোলে সকল নেতিবাচকতাকে পাশ কাটিয়ে বশেমুরবিপ্রবিকে সকল ইতিবাচক কাজের ব্র‍্যান্ড হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমাদের।" 

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ বলেন, "বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি এতদিন যাবৎ যুক্তির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চার যে কাজটি খুব নিখুঁতভাবে করে এসেছে তাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়াটাকেই আমাদের লক্ষ্য হিসেবে বিবেচনা করছি। দীর্ঘ চার বছর যুক্ত থাকার ফলে পূর্বের নেতৃত্বদের শক্তিশালী দিকগুলো ধারণ করে নতুনত্ব আনার চেষ্টা থাকবে আমাদের।" 

প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সদস্যদের নির্বাচিত করবেন।

নিয়মিত ব্যবহার্য জিনিসকে অস্ত্র হিসেবে দেখিয়েছে কিছু মিডিয়া…
  • ২৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, পদ ৮, আবেদন শ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ
  • ২৬ জানুয়ারি ২০২৬
ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া এবার কমছে …
  • ২৬ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬