নাপা-প্যারাসিটামলও নেই বশেমুরবিপ্রবির চিকিৎসা কেন্দ্রে

২৭ মার্চ ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
বশেমুরবিপ্রবির মেডিকেল সেন্টার

বশেমুরবিপ্রবির মেডিকেল সেন্টার © টিডিসি ফটো

প্রায় দুই মাস ধরে নাপা-প্যারাসিটামলসহ প্রয়োজনীয় কোন ওষুধ নেই গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টারে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহণ করতে এলেও ওষুধ না থাকায় চিকিৎসা না নিয়েই ফিরে গিয়েছেন তারা। 

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিরাজ মল্লিক বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সবসময়ই কোনো না কোনো সংকট থাকে। কখনও চিকিৎসক থাকে না আবার কখনও ওষুধ থাকে না। গত মার্চে আমি এবং আমার এক সহপাঠী চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকও পাইনি, ওষুধও পাইনি। গত সপ্তাহেও এক বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে মেডিকেল সেন্টারে গিয়েছিলাম কিন্তু ওষুধ পাই নি।

এই শিক্ষার্থী আরও বলেন, চিকিৎসা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেকোনো সময় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে পারে। মেডিকেল সেন্টারে সার্বক্ষনিক একজন চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা উচিত।

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ আহমেদ বলেন, পাঁচ বছরের শিক্ষা জীবনে মেডিকেল থেকে আমার কোনো সেবা নেয়ার সৌভাগ্য হয়নি। অসুস্থ হলে চিকিৎসা নিতে যাওয়ার আগে চিন্তা করতে হয় ডাক্তার থাকবেন কিনা, ওষুধ পাবো কিনা। আসলে নানাবিধ সংকটে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি নিজেই অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন।

ওষুধ না থাকার বিষয়টি নিশ্চিত করে মেডিকেল অফিসার ডা. রোকাইয়া আলম বলেন, প্রায় দুই মাস যাবৎ নাপা, এন্টাসিডসহ প্রয়োজনীয় ওষুধ নেই। আমরা প্লানিং দপ্তর, রেজিস্ট্রার দপ্তর এবং ভিসি দপ্তরে চাহিদাপত্র অনেক আগেই দিয়েছি কিন্তু এখনও ওষুধ পাইনি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, চিকিৎসা কেন্দ্রের জন্য যে পরিমাণ বাজেট প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণের বাজেট নেই। ওষুধ এর জন্য বর্তমানে কি পরিমাণ বাজেট আছে সেটা ২৮ তারিখে দেখে ওষুধ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ১২ হাজার শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছে।

নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে স্কুলছাত্রী নিহত
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা ইসির
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9