গবেষণায় আন্তর্জাতিক মেডেল পেলেন পাবিপ্রবি শিক্ষক কামরুজ্জামান

২৬ মার্চ ২০২৩, ১১:৪১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ড. কামরুজ্জামান খান

ড. কামরুজ্জামান খান © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান খান তাঁর পিএইচডি গবেষণায় অনন্য প্রতিভার জন্য অর্জন করেছেন ‘চ্যান্সেলর’স ডক্টরাল রিসার্চ মেডেল’। ড. কামরুজ্জামান খান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে ২০২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ৫০টির অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তার। 

ইনভেসিভ স্পেসিসের ম্যাথম্যাটিক্যাল মডেলিং ও সিমুলেশন নিয়ে কাজ করেছেন ড. কামরুজ্জামান। তার গবেষণা ম্যাথমেটিকেল সিমুলেশন, অ্যালগরিদম বর্তমান জগতে প্রিসিশন এগ্রিকালচার, স্পেস রিসার্চ, ন্যানো টেকনোলজিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

বাংলাদেশে বিগ ডাটা নিয়ে কাজ করতে ড. খানের গবেষণা অভিজ্ঞতা বড় অবদান রাখবে। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডে ২০২১ সালের ডিসেম্বর থেকে অনারারি অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত আছেন।

ড. কামরুজ্জামান খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ফলিত গণিত বিভাগ থেকে ২০০৬ সালে বিএসসি (অনার্স) এবং ২০০৭ সালে মাস্টার্সে উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: নামাজে গিয়ে অটোরিকশা হারালেন রশিদ, কিনে দিলেন তাসরিফ

এর আগে তিনি ২০১০ থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পাবিপ্রবিতে কর্মরত আছেন।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬