র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে যবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
যবিপ্রবিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা

যবিপ্রবিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা © টিডিসি ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নেতৃত্বে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করা হয়।  

সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে পদযাত্রা বের করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে শাখা ছাত্রলীগ। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত ও শিক্ষার সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: মেডিকেলের প্রশ্নফাঁস ঠেকাতে ‘ইন্টারনেট স্পিড স্লো’ চান স্বাস্থ্যমন্ত্রী

এসময় যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস। যদি কেউ র‍্যাগিং ও যৌন হয়রানির শিকার হয়, তাহলে সাথে সাথে যবিপ্রবি ছাত্রলীগকে অবহিত করুন। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, যবিপ্রবি ছাত্রলীগ অতীতেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে সমাবেশ করেছে এবং সবসময় এ বিষয়ে সচেতন ছিল। এবছর যবিপ্রবিতে র‍্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি এবং কোন অভিযোগও আসেনি। যতদিন পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ আছে কেউ যৌন হয়রানি ও র‍্যাগিংয়ের শিকার হবে না। 

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৪, আবেদন এইচএ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনায় পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ইসলামের বাক্স ছিনতাই হয়ে যাওয়ায় জোট থেকে বের হয়েছি’
  • ২৬ জানুয়ারি ২০২৬