ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং

বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে শাবিপ্রবি, দ্বিতীয় নোয়াখালী

দেশের দশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দেশের দশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © লোগো


ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং-২০২৩ অনুযয়ী দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এছাড়া, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ব র‍্যাংকিংয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬৫। এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩৮৯, দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান ৩৪ এবং দেশের মধ্যে অবস্থান তৃতীয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা নোবিপ্রবি এবং মাভাবিপ্রবির বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান যথাক্রমে ২৪৫৩ ও ৩৪৮৯ এবং দেশের মধ্যে অবস্থান যথাক্রমে ১১ এবং ২০।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে  চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), পঞ্চম অবস্থানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), ষষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

আরও পড়ুন: ১১২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেললো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 

সপ্তম অবস্থানে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), অষ্টম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), নবম অবস্থানে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং দশম অবস্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।                                                                                                                                          

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ৩৪৪০ তম, দেশের মধ্যে অবস্থান ২২ তম, হাবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ৩৯৮১ তম ও দেশের মধ্যে অবস্থান ২৯ তম, পবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ৪৭০৬ তম ও দেশের মধ্যে অবস্থান ৪০ তম, পাবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ৯৪০৯ তম ও দেশের মধ্যে অবস্থান ৬৯ তম, বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ৯৭১৩ তম ও দেশের মধ্যে অবস্থান ৭৩ তম। রাবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ১৮, ৮৩০ তম ও দেশের মধ্যে অবস্থান ১১৬ তম এবং বশেফমুবিপ্রবির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ২০,১৭২ তম ও দেশের মধ্যে অবস্থান ১২৫ তম। 

এদিকে, এবারের র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৯৭৫ তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ১৮ তম অবস্থানে রয়েছে । দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‍্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান যথাক্রমে ১২১০ ও ১৩৬৫ এবং দক্ষিণ এশিয়ার র‍্যাংকিংয়ে অবস্থান যথাক্রমে ২৮ ও ৩৪। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। এক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাই টেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাই টেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence