বশেমুরবিপ্রবিতে প্রথমবারের মত ছাত্রীদের কমনরুমের ব্যবস্থা বাংলা বিভাগের

কমনরুমে ছাত্রীরা
কমনরুমে ছাত্রীরা  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মত বাংলা বিভাগের উদ্যোগে মেয়েদের জন্য কমনরুমের ব্যবস্থা করা হয়েছে। বিভাগটির নিজস্ব অর্থায়নে ২০২২ সালের শেষের দিকে কমনরুম তৈরির কাজ শুরু হয়। পরে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই কমনরুমটি মেয়েদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নওরিন তন্বী বলেন, কমনরুম প্রত্যেক বিভাগেই আসলে দরকার, কারণ মেয়েদের পিরিয়ড চলাকালীন কিছু সমস্যা থাকে,ক্লাসরুমে বসে থাকা পসিবল হয়না অনেকের ক্ষেত্রে, এছাড়াও আমাদের অনেক বান্ধবী ছোট বেবি নিয়ে আসে তাদের কে অনেক সময় ফিডিং করানোর প্রয়োজন পড়ে।তাই একজন মেয়ে হিসেবে এবং আমার বিভাগের একজন স্টুডেন্ট হিসেবে আমি মনেকরি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ।

এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এসেছি সেখানে প্রত্যেক ফ্যাকাল্টিতে একাধিক কমনরুম ছিলো। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কমনরুম বা আলাদা ওয়াশরুমও নেই। এখানে ডে-কেয়ার সিস্টেমও চালু হয়নি। এগুলার জন্য আমি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি এবং চেয়ারম্যান হয়ে চিন্তা করলাম আমিই শুরু করি এটা। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় কমনরুমের কাজটা শুরু করি।

তিনি আরও বলেন, নারী  শিক্ষার্থী যারা আছেন তাদের ঋতুস্রাব চলাকালীন তাদের নানা সমস্যায় পরতে হয় এবং পর্দানশীন কিছু নারী শিক্ষার্থী আছে যারা নামাজ পড়ে তাদের একটু আলাদা স্পেস দরকার হয়। আবার যারা সন্তানবতী আছেন বা সদ্য মা হয়েছেন তাদেরও একটু বিশ্রামের প্রয়োজন হয় মাঝেমধ্যে ব্রেস্ট ফিডিং এরও প্রয়োজন পড়ে। এসব বিষয় বিবেচনা করেই প্লানিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বরাদ্দকৃত রুমের অফিস রুমের অর্ধেকটা আমরা কমনরুম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি ২০১১ সালে শিক্ষা কার্যক্রম শুরু করলেও দীর্ঘ ১২ বছরেও কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য কোনো কমনরুম নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence