হাবিপ্রবির চূড়ান্ত ভর্তি শেষ হচ্ছে আজ

০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আট অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি শেষ হচ্ছে আজ। জিএসটি কর্তৃক প্রকাশিত ষষ্ঠ পর্যায়ের ফলাফল পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন তাদেরকে আজ বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার জন্য বলা হয়েছে। বুধবার এ প্রক্রিয়া শুরু হয়।

ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জিএসটি কর্তৃক ষষ্ঠ পর্যায়ের ফলাফল পর্যন্ত যারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন তাদেরকে ৪ ও ৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি হতে হবে। প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট (https:admission.hstu.ac.bd) প্রবেশ করে অনলাইনে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে। 

প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https:admission.hstu.ac.bd) প্রবেশ করে জিএসটি কর্তৃক প্রদত্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন পূর্বক নির্ধারিত পরিমান ফি প্রদানপূর্বক পূরণকৃত ভর্তি করম ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। উল্লেখিত ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে আজ বিকেল ৪টার মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি বাতিল হবে এবং আসনটি ফাঁকা বলে গণ্য হবে।

ভর্তিকৃত সব ছাত্র-ছাত্রীদেকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট ১০ হাজার ১৪০ টাকা (১৫১৪০-৫০০০=১০১৪০/-) ও মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ জমা দিতে হবে। অনলাইনে ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) পাওয়া যাবে।

মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত রূপালী ব্যাংকের শাখায় সশরীরে হিসাব নম্বর ৫০৭৪০২০০০০২৩১ এ সর্বমোট ১০ হাজার ১৪০ টাকা জমা দিয়ে ভর্তি ফরম ডাইনলোড করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে।

ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাবে। ভর্তির পর আবেদনপত্রে কোনো ভুল/মিথ্যা তথ্য ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ডকুমেন্টস সঙ্গে আনতে হবে-
১. এস.এস.সি. ও এইচ.এস.সি. পাসের মূল সার্টিফিকেট।
২. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।
৩. জিএসটি ভুক্ত যেকোন বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট জমাদান স্লিপের ফটোকপি।
৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৮ কপি, স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
৫. কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ জিএসটি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র।
৬. ভর্তি ফি ১০ হাজার ১৪০ টাকা মাত্র। অনলাইনে ভর্তি ফি পরিশোধের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
৭. কোটা হতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণাদিসহ প্রযোজ্যক্ষেত্রে আত্মীয়তার প্রমানপত্রের মূলকপি, আদিবাসী ও উপজাতি শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল প্রত্যয়নপত্র, বিকেএসপি কোটার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র। ইতিমধ্যে যারা কোটার কাগজপত্র জমা দিয়েছেন তাদেরকে নতুন করে কাগজ জমা দিতে হবে না, শুধুমাত্র Acknowledgement Slip দেখালেই হবে।
৮. চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে প্রার্থীকে অবশ্যই অনলাইনের আবেদনকৃত ভর্তি ফর্মের প্রিন্টেড কপি নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে।

এসএসসি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাভারে যাত্রা শুরু হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9