বশেমুরবিপ্রবিসাসের উদ্যোগে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(বশেমুরবিপ্রবিসাস) উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে  “পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার পথে শিক্ষক ও শিক্ষাঙ্গনের ভূমিকা” শিরোনামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয়টির প্রয়াত সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের স্মরণে আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি  ড. মোঃ কামরুজ্জামান এবং বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ্। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান,  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক লিটন চক্রবর্তী মিঠু, এবং সাংবাদিক সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ বলেন, ‘‘পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য একজন শিক্ষকের যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনি একটি কাঠামোগত শিক্ষাঙ্গনও প্রয়োজন। আমরা যারা শিক্ষক আমরা কি আসলেই প্রকৃত শিক্ষক হতে পেরেছি? এছাড়াও তিনি পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে প্রকৃত শিক্ষকের ভুমিকাও বর্ণনা করেন।’’

বশেমুরবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো কামরুজ্জামান জানান, ‘‘বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষকের সম্পর্ক যেমন হওয়ার কথা, তেমন হচ্ছেনা। এখানে কিসের অভাব আছে সেটা নিয়ে আমাদের বিশেষ ভাবে কাজ করতে হবে। ’’

অনুষ্ঠান প্রসঙ্গে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম বলেন, ‘‘প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা পেরিয়ে সত্য ও ন্যায়ের পথে কাজ করে চলেছে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। মুক্ত গণমাধ্যম চর্চার পাশাপাশি  বিভিন্ন আয়োজন জেনো আরো সুন্দরভাবে সফলমণ্ডিত হয় সকলের সহায়তা কামনা করছি।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence