আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় পদক পেলেন শাবির ৯ শিক্ষার্থী

২২ ডিসেম্বর ২০২২, ০৪:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ৯ শিক্ষার্থী আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় (আইওয়াইএমসি) সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর মধ্যে দুজন সিলভার পদক এবং সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতা-২২ এর শাবিপ্রবির সুপারভাইজার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) একটি আন্তর্জাতিক সংগঠন, যারা প্রতি বছর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় আবু নাসের শাহ মো. মারুফ আহমেদের তত্ত্বাবধায়নে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের ফাইনালে উত্তীর্ণ হয় ১৫ জন এবং শাবিপ্রবির গণিত বিভাগের ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে দুজন সিলভার পদক এবং সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।

শাবিপ্রবি থেকে সিলভার পদকপ্রাপ্তরা হলেন, গণিত বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন মারুফ, ২০২০-২১ বর্ষের মো. রায়হান আহমেদ রাফি এবং ব্রোঞ্জ পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ওয়াসেক আল আজাদ অভি, রায়হান ইকবাল, শুভ পাল, নাজমুন নাহার, আবু শহীদ সালমান, মিনহাজ আহমেদ সামি ও হাবিবুর রহমান।

প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৯৮টি দেশের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এতে সুপারভাইজার হিসেবে ছিলেন ১ হাজার ৩০০ জন শিক্ষক। প্রথম দুই রাউন্ড শেষে ফাইনালে মোট ১ হাজার ৮০০ শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনালে প্রত্যেক প্রতিযোগীর জন্য ২০টি প্রশ্ন নির্ধারিত ছিল। প্রত্যেক প্রশ্নের জন্য ১ পয়েন্ট নির্ধারিত হয়। এ থেকে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬