বশেমুরবিপ্রবি ফ্রেশারস বিতর্কে চ্যাম্পিয়ন এগ্রিকালচার ডিবেটিং ক্লাব

১৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM

© সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, প্রদর্শনী বিতর্ক, ফ্রেশার্স ৩ ডিবেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ফ্রেশার্স ৩ ডিবেটের ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক হিসেবে বিতর্ক পরিচালনা করেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস. কে ইজাজুর রহমান।এতে চ্যাম্পিয়ন হয় এগ্রিকালচার ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয় ইকোনমিকস ডিবেটিং ক্লাব। চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন মোঃ নাজমুল হাসান সরকার, মারিয়া সুলতানা মুনমুন, মাহিমা ইসলাম মিশু। ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট মনোনীত হন ফাহিম ফেরদৌস লিমন।

আরও পড়ুন: জবির বিএড ও এমএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির উপাচার্য ও ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব। এছাড়া আরো উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর তছলিম আহম্মদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো: ফায়েকুজ্জামান মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন ও ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য ও ডিবেটিং সোসাইটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও পুরষ্কার বিতরণী শেষে ডিবেটিং সোসাইটির সভাপতি মুকুল আহমেদ রনি আয়োজন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬