জাতীয় স্মৃতিসৌধে সুবিপ্রবির শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তি ও অধিকার আদায়ের মাধ্যমে সোনার বাংলা গড়ার যে সংগ্রাম শুরু হয়েছিলো, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সে সংগ্রাম এখনও চলছে। বাঙালি অন্যায় ও অবিচারের কাছে কখনও মাথা নত করেনি ভবিষ্যতেও করবেনা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অর্থ পরিচালক হেমায়েত মিয়া সহ বিশ্ববিদালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।