সোমবার থেকে চালু হচ্ছে বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম

১৭ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © টিডিসি ফটো

টানা আটদিনের কর্মবিরতি শেষে আগামী সোমবার (২১ নভেম্বর) থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ (বৃহস্পতিবার) শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। 

আরও পড়ুন: প্রায় ২৩শ’ ক্যাডার পদে নিয়োগে বিজ্ঞপ্তি এ মাসেই 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আগামী ২০ নভেম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে তাদের দাবিসমূহ তুলে ধরবেন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের দাবি জানাবেন। 

এছাড়া, বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী শিক্ষকগণ একাডেমিক কার্যক্রমে ফিরলেও শিক্ষার্থীদের জরুরি প্রশাসনিক কার্যক্রম ব্যতিত সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং ২১ নভেম্বর থেকে দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ গৃহীত না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত, শিক্ষকদের মতামত উপেক্ষা করে রিজেন্ট বোর্ডে হুবহু ইউজিসি সুপারিশকৃত শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা পাস করায় গত ৮ নভেম্বর সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬