হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ১ম মেধা তালিকায় ভর্তির পর আসন ফাঁকা রয়েছে ৭৩৫টি। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। ১ম মেধাতালিকা থেকে ভর্তির প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দেয়ার শেষ দিনে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অংশ নেয়।
আরও পড়ুন: শাবিপ্রবিতে আসন ফাঁকা ১১৬১
এদিকে, গতবছরের চেয়ে হাবিপ্রবিতে এবার ১৬০ টি আসন কমানো হয়েছে। ২০২০ শিক্ষাবর্ষে ২০০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও ২০২১ শিক্ষাবর্ষে ১৬৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয় হাবিপ্রবিতে। এবছর আরো ১৬০ জন শিক্ষার্থী কম ভর্তি হলে ধীরে ধীরে হাবিপ্রবির শিক্ষার্থীদের নানাবিধ সংকট কমে আসবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সূত্র থেকে আরও জানা যায় আগামী ১৬ নভেম্বর প্রথম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হতে পারে।