ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েও মোবাইল ফেরত পাননি হাবিপ্রবির আব্দুল্লাহ

২৩ অক্টোবর ২০২২, ০৭:১২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মোবাইল ছিনতাইয়ের পর জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে ধরেছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ। তবে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার এক সপ্তাহ পরও নিজের মোবাইল ফেরত পাননি তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাত ৮টায় টিউশনি শেষে ইজিবাইকে চড়ে ফিরছিলেন তিনি। ইজিবাইকে থাকা তিন ছিনতাইকারী দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে ইজিবাইকটি দাঁড় করিয়ে তার পেটে ধারালো চাকু ধরে হাতে থাকা স্মার্টফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলেন তিনি। পরে কয়েকজনের সহযোগিতায় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন।

আব্দুল্লাহ জানান, ছিনতাইয়ের শিকার হওয়া মাত্রই আমি ইজিবাইক থেকে লাফিয়ে চিৎকার শুরু করি। দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজন পিছনে পড়ে যায়। পেছন থেকে দৌড়ে তাকে ধরে ফেলি। এসময় বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের সহযোগিতায় তাকে ক্যাম্পাসে নিয়ে আসি। পরে সহকারী প্রক্টর ইয়াছিন প্রধান তাকে পুলিশের হাতে তুলে দেন।

কোতোয়ালি থানার এস আই সালাউদ্দিন জানান, পুলিশের অনেক কাজের মধ্যে একটা হলো মোবাইল উদ্ধার। এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। জিডির কপি আমার কাছে আসলে আমি ব্যবস্থা নিতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ জানান, কাবির আব্দুল্লাহর মোবাইল উদ্ধারের বিষয়ে কোতোয়ালি থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬