ন্যায়সঙ্গত বেতন স্কেলের দাবি তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৬ AM
ন্যায়সঙ্গত বেতন স্কেল প্রদানের আহবান জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারি সমিতি। সোমবার (২০ অক্টোবর) রাতে সমিতির আহ্বায়ক কমিটির প্রথম সভা থেকে এই আহ্বান জানানো হয়।
সমিতির আহবায়ক সালজার রহমান বলেন, আমাদের বাঁচার অধিকার চাই। ছেলেমেয়েদের বাঁচার অধিকার চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। সেজন্য আমাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের পরিবারের সকলকে সুন্দর জীবন যাপনের জন্য এবং ন্যায়সঙ্গত একটা আমাদের স্কেল দিতে হবে। আমাদের যেন শুভঙ্করের ফাঁকি দেয়া না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
সভা থেকে ১:৪ অনুপাতে বেতন এবং বিদ্যমান গ্রেড ভেঙে ১২টি গ্রেড করার দাবি করা হয়।
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারি সমিতির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কোনো পে-স্কেল নেই। তাই এবার গ্রেড সংখ্যা ১২ টি করে বেতনের অনুপাত ১:৪ করতে হবে। এছাড়া সর্বনিম্ন বেতন ৩০-৩৫ হাজার টাকা হওয়া যৌক্তিক বলে মনে করি। এছাড়া অভিন্ন নিয়োগ বিধি ও অধিদপ্তর, পরিদপ্তরের পদবী বৈষম্য নিরসন হলে অনেক বৈষম্য কমে যাবে। পাশাপাশি আগের টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল করতে হবে।