চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী

১০ এপ্রিল ২০২২, ০৮:২৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চার মাস দায়িত্ব পালনের পর তাকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে মোজাহেদুল ইসলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাদ্রাসা-ই-আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হওয়ার আগে তিনি কলেজটির উপাধ্যক্ষ ছিলেন।

এর আগে, একই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর ছোট ভাই।

কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬