সিলেট পৌঁছেছেন শিক্ষামন্ত্রী

সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে সিলেট পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ সকাল ৮টা ৫০ মিনিটে তিনি বিমান যোগে সিলেট পৌঁছান। বর্তমানে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করছেন। সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা থেকে গেছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল ইসলাম নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমদ।

এর আগে, সকাল ৮টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ৮টা ৫০ মিনিটে তিনি সিলেট বিমানবন্দরে পৌঁছান। পরে সাড়ে ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে স্থানীয় রাজনীতিবিদদের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর সাড়ে ১০টায় সিলেটের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন মন্ত্রী। জিয়ারত করবেন হযরত শাহজালাল (রা.) এর মাজার। সাড়ে তিনটায় তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান করবেন মন্ত্রী। এই সময়ের মধ্যে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন। রাতেই আবার ঢাকায় ফিরবেন মন্ত্রী।

এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা করতে নিজেদের মধ্যে সভা করেছে আন্দোলনকারীরা। গতকাল রাতে তারা সভা করেন। আন্দোলনকারীরা জানান, শিক্ষামন্ত্রীর কাছে সার্বিক বিষয় তুলে ধরবেন তারা। উপাচার্যের পদত্যাগ বাস্তবায়নের জোর দাবি জানাবেন। আন্দোলনকারীরা আরও জানান, দ্রুত ক্লাসে ফিরতে চান তারা। তারা আশা করেন, আজকের মধ্যেই এটার একটা সমাধানের ব্যবস্থা করবেন শিক্ষামন্ত্রী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence