১০ আগস্টের মধ্যে মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের নির্দেশ

০৮ জুন ২০২১, ০২:৪৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের সব মাদ্রাসা ও কারিগারি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১০ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। আর আগামী ১১ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু কর্ণারের ছবি তুলে প্রমাণ হিসেবে তা পাঠাতে হবে। আগামী ১৫ আগস্ট দেশজুড়ে এই প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায়  বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বরঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে সেগুলোর তালিকা জমা দিতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের জাতির পিতা সম্পর্কে সঠিক তথ্য জানানোর  জন্য সব কারিগরি ও মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান প্রধানের রুমের পাশে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে এই কর্ণার স্থাপন করতে বলা হয়েছে।

কুবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, দলে ফিরল দুজন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়—প্রশ্ন রিজভ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘সাম্রাজ্যবাদী’ এজেন্ডা: ট্রাম্পের গাজা উন্নয়ন পরিকল্পনা আস…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্…
  • ২৪ জানুয়ারি ২০২৬