মেডিকেল ভর্তি পরীক্ষায় যত আবেদন পড়ল

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৫ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

মেডিকেলে ভর্তি পরীক্ষায় গতকাল রোববার রাত পর্যন্ত এক লাখ ১০ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক ডা. একেএম আহসান হাবীব।

আজ সোমবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান ডা. একেএম আহসান হাবীব। এ সময় মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়নি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রাজধানীসহ সারাদেশের সরকারি মেডিকেল কলেজের জন্য নির্ধারিত সংখ্যক ভর্তিচ্ছু আসন সংখ্যা (১ লাখ ২১ হাজার) ও পরীক্ষা কেন্দ্রের (১৯টি) নাম নির্ধারণ করেছেন। তন্মধ্যে, ঢাকা মেডিকেল কলেজ (১৬ হাজার), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (৭ হাজার), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (১২ হাজার), ময়মনসিংহ মেডিকেল কলেজ (১২ হাজার), চট্টগ্রাম মেডিকেল কলেজ (৮ হাজার), রাজশাহী মেডিকেল কলেজ (৮ হাজার)।

এছাড়াও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ (৬ হাজার), বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (৩ হাজার), রংপুর মেডিকেল কলেজ (৬ হাজার), কুমিল্লা মেডিকেল কলেজ (৫ হাজার), খুলনা মেডিকেল কলেজ (৫ হাজার), বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (৪ হাজার), ফরিদপুর মেডিকেল কলেজ (৭ হাজার), এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর (৩ হাজার), পাবনা মেডিকেল কলেজ (২ হাজার), সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ (২ হাজার) গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ (৩ হাজার), মুগদা মেডিকেল কলেজ (৫ হাজার) এবং ঢাকা ডেন্টাল কলেজ (৭ হাজার)।

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬