থাকছে না জিপিএ-৫, এ বছরেই বাস্তবায়ন চায় মন্ত্রণালয়

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পদ্ধতি বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে জিপিএ-৪ করা হবে। চলতি বছর থেকে এটি বাস্তবায়ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গ্রেড ৪ এর মধ্যে রয়েছে। এর সাথে সমন্বয় আনার জন্য এই পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থীদের ওপর এক ধরনের চাপ তৈরি হয়, এই চাপ কমানোটাও একটা বড় টার্গেট।

দীপু মনি বলেন, জিপিএ-৫ পাওয়ার জন্য একটা উন্মাদনা দেখা দেয়। জিপিএ-৫ পেতেই হবে, তা না পেলে যেনো জীবন অসাড় হয়ে যাবে, এনিয়ে আসলে শিক্ষার্থীদের ওপর মানসিকভাবে একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এটা সামাজিক এবং পারিবারিক একটা বিরাট চাপ তৈরি হয়। সেজন্য আমরা এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এ বছর থেকেই জিপিএ-৪ গ্রেড পদ্ধতি চালুর চেষ্টা করা হবে।

এদিকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেড পরিবর্তনের জন্য তিনিটি বিকল্প পদ্ধতি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এর যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে জিপিএ-৪ গ্রেড নির্ধারিত হবে।

এর মধ্যে একটি হলো ৯০ থেকে ১০০ নম্বর পেলে জিপিএ-৪ ধরা হবে। আরেকটি প্রস্তাবে ৯৫ থেকে ১০০ নম্বর পেলে জিপিএ-৪ গ্রেড দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ২৫ দিয়ে ভাগ করে যে ফল হবে সেটিকে ধরার কথা বলা হচ্ছে।

ট্যাগ: এসএসসি
জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬