ব্যাংকের মাধ্যমে বেতন দেবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

১০ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফরমপূরণ ফিসহ যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। এ জন্য একটি নীতিমালা প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর এটি বাস্তবায়ন হলে স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সরাসরি কোনো ধরনের টাকা নিতে পারবে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা ২০২০’ নামের একটি খসড়া নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, নীতিমালা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি ও বেতন নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নগদ অর্থ আদায় করতে পারবে না। আর এজন্য সব প্রতিষ্ঠানকে ব্যাংকে হিসাব চালু করতে হবে। আগামী বছর থেকেই এটি বাস্তবায়ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: মাউশি
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬