এইচএসসি নিয়ে গুজব, ফের বিবৃতি দিল মন্ত্রণালয়

২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়

এইচএসসি নিয়ে ছড়িয়ে পড়া গুজব রোধে ফের বিবৃতি দিল শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা হবে না- এই মর্মে সরকার কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে সাফ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ‘‘এইচএসসি পরীক্ষা হবে না এই মর্মে সরকার কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ করে নাই। পরীক্ষার্থীদের বারবার বলা হচ্ছে তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো’’। এর আগে এইচএসসি পরীক্ষা শিঘ্রই হবে- এমন গুজব ছড়িয়ে পড়লে বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে আজ বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভায় এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, ‘আজ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে সেখানে এইচএসসি নিয়ে কোনো কথা হয়নি। তাছাড়া এই পরীক্ষা নিয়ে আলোচনা হবে, এ ধরনের সুনির্দিষ্ট কোনো কথাও আমি বলিনি।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ১৫ দিন পর পরীক্ষা নিতে আমরা প্রস্তুত আছি। পরীক্ষার তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় বলে জানানো হয়েছে।

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬