শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার, ২ শিক্ষকের এমপিও বন্ধ

০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২ AM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানারকম অপপ্রচার চালানোর অভিযোগে দুইজন শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুইজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণের সত্যতা থাকায় তাদের এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেই সাথে তাদের শোকজ করতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে এমপিও স্থগিত হওয়া শিক্ষকরা হলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলম (৪০)।

এর আগে গত জুলাই মাসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ফরক্কাবাদ মাদরাসার শিক্ষক আনিসুর রহমান শরীফ (৪০), ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

সূত্র জানায়, দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্তের দায়িত্ব দেয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। এতে শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের প্রমাণ পেয়েছে। তাই, অভিযুক্ত শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে অভিযোগ প্রমাণ পাওয়ায় তাদের এমপিও স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরকে।

 

 

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬