বাদ পড়া শিক্ষকদের এমপিও আবেদন শুরু ২২ মে

১৫ মে ২০২০, ০৮:০৯ PM

© ফাইল ফটো

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় দফায় এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২২ মে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ২ মে এ আবেদন শুরু হয়ে চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এর মধ্যে যারা আবেদন করতে পারেননি তাদের ফের আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২২ মে থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ মে থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। আর ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়।

এছাড়া ১৫ জুনের মধ্যে আঞ্চলিক উপ-পরিচালকদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে। আবেদন করা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও ব্যক্তিগত কোড নম্বর দেয়া হবে।

কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। আঞ্চলিক পরিচালকদের ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, দ্বিতীয় ধাপে এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। ৫ মে’র মধ্যে যারা প্রথম ধাপে আবেদন করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিটিং ডাকা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে দ্বিতীয় ধাপের কার্যক্রমও দ্রুত শেষ হবে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬