মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো
দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধের দাবি উঠেছে। রবিবার (১৫ মার্চ) একই দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে। এই বিষয়ে কোন সিদ্বান্ত নিলে সাথে সাথে সকলকে অভিহিত করা হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার মত পরিস্থিতির উদ্ভব এখনও হয়নি। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বিশেষজ্ঞগণের মতামত নিয়ে মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
তিনি জানান, সরকার এ রোগের সংক্রমণ ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই ঝুঁকি বিশ্লেষণের একটি অংশ। প্রতিনিয়ত অবস্থা বিশ্লেষণ হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যাপারে আমরা বিশেষজ্ঞ মতামত নিয়ে এগিয়ে যাচ্ছি। রবিবার (১৫ মার্চ) উপমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার মত পরিস্থিতির উদ্ভব হলে বিশেষজ্ঞগণের মতামত নিয়ে মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তবে সেটি হবে সেই ধরনের পরিস্থিতি এবং বিশেষজ্ঞগণের যথাযথ মতামতের মাধ্যমে। শহরাঞ্চল আর গ্রামাঞ্চল—একেক জায়গায় সংক্রমণ ঝুঁকি একেক ধরনের হয়ে থাকে।
তিনি জানান, বিশেষজ্ঞরা সংক্রমণ ঝুঁকি নিয়ে আমাদের উপদেশ দিচ্ছেন আর আমরা যৌথ আলোচনা করে সেভাবেই এগিয়ে যাচ্ছি। সরকারের কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে রোগ সংক্রমণ ঝুঁকি ব্যবস্থাপনা হয়না। তাই সবার প্রতি আহ্বান সরকারের সিদ্ধান্তগুলোর ওপরে চোখ রাখুন এবং তা মেনে চলুন।