© ফাইল ফটো
সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া ৩৪ জনকে পদায়ন এবং ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।
শুক্রবার (৩১ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে নতুন করে পদায়ন হওয়া সাব-রেজিস্ট্রারদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পদায়ন হওয়া সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি। সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করার জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা থেকে জরুরিভাবে এ পদগুলো পূরণ করল আইন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৭ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে।
এই ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে ৯ ফেব্রুয়ারি তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি অনুযায়ী বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারির করতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।